কালিয়াগঞ্জ বিডিও অফিসের পেছনে রাস্তার পাশে হাইড্রেনের জায়গা দখল করে দোকানঘর নির্মানের চেষ্টা রুখে দিল পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার দুপুরে পুরপ্রধান ও পুলিশের সহযোগিতায় দোকানঘর নির্মানের জন্য যে সব খুঁটি পোঁতা হয়েছিল, সেগুলি উপরে ফেলে দেয় পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ। কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় বিডিও অফিসের পেছনের দেওয়ালের বাইরে হাইড্রেন তৈরির জন্য পুরসভাকে জায়গা দিয়েছিল পঞ্চায়েত সমিতি। দেওয়াল ও রাস্তার মাঝের ফাঁকা জায়গার উপর হটাৎ করে রাতের অন্ধকারে দোকানঘর নির্মান করতে খুঁটি পুতে দিয়ে যায় অজ্ঞাতরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা সামনে আসতেই হাইড্রেনের জায়গা দখল মুক্ত করতে তৎপর হয় পঞ্চায়েত সমিতি।
কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।