রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর এবং কালিয়াগঞ্জ বোঁচাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। ইংরেজি ২০২৩ সালের প্রথম দিন অর্থাৎ ১জানুয়ারি বর্ষবরণের রাতে কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বৈশ্য। এছাড়াও কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোরে দলীয় পতাকা উত্তোলন এবং মনীষিদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং শহর সভাপতি রাজীব সাহা জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য lজুড়ে এই দিনটি পালিত হচ্ছে। দলের ২৫ বছর পূতি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।