বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ একটি অবৈধ বালি ভর্তি ট্রাক্টর আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ধনকৈল মোড়ে।
সূত্রের খবর, ধৃতের নাম শম্ভু রায় । বয়স ১৯ বছর । বাড়ি ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লোহাতারা এলাকায়। এদিন রাধিকাপুরের টাঙ্গন নদীর বালি অবৈধভাবে ট্রাক্টরের ট্রলিতে বোঝাই করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল ওই যুবক । কিন্তু যাওয়ার পথে রায়গঞ্জ-বালুরঘাট ১০(এ) রাজ্য সড়ক সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরটি আটক করে পুলিশ। কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস বলেন, ‘টাঙ্গন নদীর একাধিক ঘাটে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে । যেন অবৈধ ভাবে বালি কেউ নিতে না পারে । ধৃত যুবককে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।’
ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর ।