Karandighi: সরকারি বাস থেকে ২৭৫ বোতল কাপ সিরাপ উদ্ধার

আরও পড়ুন

মালদাগামী সরকারি বাস থেকে উদ্ধার হল ২৭৫ বোতল কাফ সিরাপ। এঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে ৪ জন সন্দেহভাজনকে।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকায় নাকা চেকিং চলাকালীন শিলিগুড়ি থেকে মালদা অভিমুখে যাওয়া একটি সরকারি বাস থেকে উদ্ধার হয় ২৭৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। সেইসঙ্গে ৪ জনকে আটক করা হয়েছে। সরকারি বাস থেকে কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাস থাকা যাত্রীদের মধ্যে। বাস থেকে ৩ জন পুরুষ সহ এক মহিলাকে আটক করা হয়, সূত্রের খবর- শিলিগুড়ি থেকে বাসে ওঠেন ৪ জন যাত্রী , করণদিঘি থানার পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কোথা থেকে আনা হয়েছিল এত বিপুল পরিমাণ কাফ সিরাপ-এর বোতল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। করণদিঘি পুলিশের অনুমান- ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কাফ সিরাপের বোতল পাচারকারীদের মূল পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close