শনিবার দোমোহনা এলিট ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে করণদিঘি ব্লকের বিকৌর নর্থ বেঙ্গল টিচাস ট্রেনিং কলেজ ক্যাম্পাসে এক দিনের শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং অতিথিদের ব্যাচ পড়িয়ে সম্মান জানানো হয়। তারই পাশাপাশি শিক্ষার প্রসার ও গুনগত মানোন্নয়ন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারিন হাই স্কুলের প্রধান শিক্ষক এবং প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, দোমোহনা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সোহিদুর রহমান, আলতাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নর্থ বেঙ্গল টিচাস ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাথ প্রতিহার, বিকৌর নর্থ বেঙ্গল টিচাস ট্রেনিং কলেজের সম্পাদক মহম্মদ আবুল কালাম, ডালখোলা সেন্ট মেরী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের হাজি, লালগঞ্জন হাই স্কুলের শিক্ষক তৌহিদ আলম, বিকৌর নর্থ বেঙ্গল টিচাস ট্রেনিং কলেজের শিক্ষক মণিরুল ইসলাম, বিশ্বজিৎ সরকার-সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।