উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোয় এক নাবালিকাকে উদ্ধার করল উত্তরদিনাজপুর চাইল্ড লাইন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে জেলার টুঙ্গিদিঘিতে। জেলার চাইল্ড লাইনের তরফে উত্তম দাস জানান- তাদের কাছে সূত্র মারফত ভিন রাজ্যের তরুণীর ঘুরে বেড়ানোর খবর যায়। পরে তারা করণদিঘী থানার সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে একটি হোমে পাঠিয়ে দিয়েছেন। খবর দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যদের কাছে। উপযুক্ত প্রমাণ দিয়ে তারা নিয়ে যাবেন ওই তরুণীটিকে। যেহেতু করণদিঘি থানায় একটি মামলা নথিভুক্ত করাই হয়েছে তাই আদালতের মাধ্যমে ওই তরুণীটিকে ফিরিয়ে নিতে পারবেন পরিবারের সদস্যরা।
এবিষয়ে চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস আর কি কি বলেছেন শুনবো-
উত্তরদিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।