হাসপাতালে এক আত্মীয়কে দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে করণদিঘির বিকোরে। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।
সূত্রের খবর, মৃত ওই প্রৌঢ়ের নাম মঞ্জুর আলি। বয়স ৬০ বছর। তার এক আত্মীয় হাসপাতালে ভর্তি থাকায় তিনি তাকে দেখতে যান। সেই সময় রাস্তায় পেছন থেকে এক লরি এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তারা তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে কিষাণগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেখানে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে আবার রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। সেখানে তাকে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় তার। সামাজিকতা রক্ষা করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হলেন বৃদ্ধ।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি।