Karandighi : রাস্তার সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে চোপড়াবাড়ি এলাকায়

আরও পড়ুন

করণদিঘি ব্লকের বাজারগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চোপড়াবাড়ি এলাকায় প্রায় ৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই সঙ্গীন। শীঘ্রই সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রাস্তার সংস্কার হয়নি। বারংবার প্রশাসনকে জানিয়েও ফল মেলেনি। এই এলাকায় পঞ্চায়েত অফিস, রয়েছে প্রাইমারি স্কুল। এই রাস্তার ওপর দিয়েই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব বয়সের মানুষ স্কুলে যাওয়া আসা করেন। কয়েকবার তারা এই রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহতও হয়েছেন। এমনকি এই এলাকার কোনও রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পর্যন্ত(Ambulance) আসতে রাজি হয় না । সন্তানসম্ভবা মা থেকে শুরু করে বর্ষীয়ান রোগীদের পর্যন্ত হাসপাতাল নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিরা পর্যন্ত দ্রুত কাজ সমাধানের আশ্বাস দিয়ে দায়িত্ব এড়িয়েছেন বলে অভিযোগ। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক আলম কি বলছে শুনুন –

অন্যদিকে, স্থানীয় বাসিন্দা করিমুদ্দিন কি বলছেন শোনাব-

পাশাপাশি বাজারগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখাওয়াত আনসারী বলেন- রাস্তা তৈরির অনুমোদন মিলেছে। কিছু সমস্যার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। তাঁর আশা, খুব শীঘ্রই প্রায় ১২০০ মিটার রাস্তার কাজ শুরু করা হবে। তিনি আর কি কি বলেছেন শুনুন-

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close