Karandighi : সার ডিলারদের নিয়ে সচেতনতা শিবির কৃষি-কর্তাদের

আরও পড়ুন

সোমবার করণদিঘি ব্লক কৃষি দফতরে সার ডিলারদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। খরিফ মরশুমে কৃষি উপকরণ,সার, বীজ ও কীটনাশক যেনও সঠিকভাবে চাষিদের কাছে পৌঁছয় তা নিয়ে করণদিঘি ব্লকের সহকৃষি অধিকর্তার দফতরে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার উপকৃষি আধিকারিক ড. সফিকুল আলম, ইসলামপুর মহকুমা-সহ কৃষি আধিকারিক ড. শ্রীকান্ত সিনহা, সহ করণদিঘি ব্লকের কৃষি আধিকারিক ধীরেন ছেত্রী, করণদিঘির বিডিও নীতীশ তামাং, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান, সহ করণদিঘি ব্লকের সমস্ত খুচরো ও পাইকারি ডিলার-রা। এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় করণদিঘি সহ কৃষি দফতরের প্রশিক্ষণকক্ষে।

কর্মসূচি শেষে উত্তর দিনাজপুর জেলা উপ কৃষি আধিকারিক ড. সফিকুল আলম কি জানিয়েছেন শোনাব-

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close