কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষন করে খুন এবং পুলিশের গুলিতে রাজবংশী কিশোরের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধ চলছে।
সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিজেপির পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। বেশ কিছুক্ষন অবরোধ চলার পর করণদিঘী থানার পুলিশ অবরোধ তুলে দেয়। দীর্ঘক্ষন অবরোধের ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয়েছিল। বিজেপি নেত্রী সম্পা সরকার জানিয়েছেন, কিশোরীকে ধর্ষন করে খুন এবং রাজবংশী ভাইকে পুলিশ গুলি করে হত্যার প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে আজকের বনধ ডাকা হয়েছিল সেই বনধকে সফল করতেই তাদের এই অবরোধ।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।