Karandighi: সচেতনতা বৃদ্ধিতে মাদকবিরোধী দিবস পালন

আরও পড়ুন

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে অন্যান্য জেলার পাশাপাশি করণদিঘিতেও এদিনটি অনুষ্ঠিত হল। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এদিনের এই ৱ্যালি। মদ, বিড়ি, সিগারেট ইত্যাদি বর্জনের সচেনতা বার্তা দেওয়া হয় এই ৱ্যালির সাহায্যে। এই ৱ্যালি করণদিঘি শহর থেকে শুরু করে শেষ হয় থানার সামনে এসে। মূলত সাধারণ মানুষের মাদক জাতীয় যেকোনও মাদক দ্রব্য থেকে দূরে থাকতে বা বর্জন করতেই এদিনের সচেতনতামূলক র‍্যালি করণদিঘিতে ।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close