Uttar Dinajpur : মাদ্রাসা থেকে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র

আরও পড়ুন

মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ছ’দিন যাবদ নিখোঁজ ছাত্রের খোঁজ না মেলায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবার এবং মাদ্রাসার পক্ষ থেকে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ছাত্রের এখনও সন্ধান মেলেনি।

সূত্রের খবর, বিহারের কিষাণগঞ্জের রুইধাসা গ্রামের বাসিন্দা এনামূল হকের ছেলে আব্দুল আজিজকে শিক্ষিত করে তুলতে বিহার লাগোয়া বাংলার করণদিঘির ফতেপুর গ্রামের মাহান উমর বিন আল – খাতাব লি তাহফিজ আল- কুরান মাদ্রাসা ভর্তি করেছিলেন। বর্তমানে আজিজ চতুর্থ শ্রেণীর ছাত্র। আজিজ মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশুনা করত। গত ২৫ জুলাই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আজিজ মাদ্রাসা থেকে বের হয়। মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ হোস্টেলে ফিরে না আসায় মাদ্রাসা কর্তৃপক্ষ খোজাখুজি শুরু করেন। খবর দেওয়া হয় নিখোঁজ ছাত্র আজিজের পরিবারকে। ২৬ জুলাই আজিজের পরিবার মাদ্রাসায় পৌঁছে যান। আজিজের সন্ধান না মেলায় তার দাদা এক্রামূল হক করণদিঘি থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। গত ৩০ জুলাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান পায়নি। প্রায় ছ’দিন কেটে যাওয়ার পরও ছাত্রের খোঁজ না মেলায় চরম আতঙ্কের দিন কাটাচ্ছে তার পরিবার। মাদ্রাসার তরফ থেকে নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে প্রচারপত্র বিলি-সহ একাধিক কাজ করলেও এখনও আজিজের সন্ধান মেলে নি।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close