বোলেরো গাড়িতে করে পাচারের আগেই ৫৫৭ বোতল কাফ সিরাপ উদ্ধার করলে করণদিঘি থানার পুলিশ। শনিবার বিকেলে করণদিঘির ঝাড়বাড়ি এলাকায় নম্বর প্লেটবিহীন সাদা রংয়ের একটি বোলেরো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারা গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো ফেনসিডিল কাফ সিরাপ। যা নিষিদ্ধ বলে ঘোষিত। এই বিষয়ে ২২ বছর বয়সী বার্সাদ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাবার নাম মহম্মদ মোস্তাক। বাড়ি বিহারের পূর্নিয়া জেলার বাইসি থানার মালহাটোলি শারহেরা এলাকায়। বোলেরো গাড়িটিতে কেনও নম্বর প্লেট নেই, সেই বিষয়ে বর্সাত কোনও সদুত্তর দিতে পারেননি। কাফ সিরাপ উদ্ধার নিয়ে পৃথকভাবে তদন্তে নেমেছে করণদিঘি থানার পুলিশ।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।