Tet Scam, Karandighi : বুথ লেভেল থেকে চোর ধরার অর্জি সিপিএমের

আরও পড়ুন

বুথ লেভেল থেকে চোর ধরার আহ্বান জানিয়ে আন্দোলনে নামল সিপিআইএম। শনিবার করণদিঘির রসাখোয়াতে মিছিল, পথসভা করেন সংশ্লিষ্ট দলের নেতা-কর্মীরা। তাদের স্লোগান ছিল-চোর ধরো, জেল ভরো। সিপিআইএমের (CPIM)-এর করণদিঘি এরিয়া কমিটির উদ্যোগে করণদিঘি ব্লকের রসাখোয়ার শিলিগুড়ি মোর থেকে রসাখোয়া বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল হয়। পরে তারা রসাখোয়া হাইস্কুলের সামনে পথসভা করেন। এদিন উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য নিরঞ্জন দাস, এরিয়া কমিটির সদস্য মাইনুল হক, এরিয়া কমিটির সদস্য বরজাহান আলম, এরিয়া কমিটির সদস্য রুহুল আমিন, এরিয়া কমিটির সদস্য রেহেসান আলি, এরিয়া কমিটির সদস্য তাপস দাস-সহ সিপিএম পার্টির সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close