জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি, ঘরবাড়ি ভাঙ্গচুরের মতো ঘটনা ঘটলো।
উত্তর দিনাজপুরের করণদিঘির বিলাসপুর গ্ৰামের ঘটনা, স্থানীয় সূত্রে জানা গিয়েছে – দীঘদিন যাবৎ জমি দখল নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে, সালিশিসভার মাধ্যমে গন্ডগোল মেটানো হয়। এরপর জমি দখল নিয়ে গন্ডগোল শুরু হয় দু’পক্ষের , বিলাসপুরের বাসিন্দা মোশা আলি ও বাদরুলের মধ্যে দুটি ঘর তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে । মোশা আলি বলেন, জাতীয় সড়কে সম্পসারণ জন্য দু’পক্ষের জমি রাস্তার মধ্যে চলে যায়, জাতীয় সড়কে সম্প্রসারণ করার পর কিছু জমি দু’পক্ষের মধ্যে অবশিষ্ট থাকে, সেই জমি দখল করে বাড়ি তৈরি করা নিয়ে গন্ডগোল হয় , ভাঙ্গচুর হয় তাদের বাড়ি। বাড়ি ভাঙ্গচুর গন্ডগোল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ করেন দু’পক্ষ। পুরো ঘটনাটির তদন্ত শুরু করছে করণদিঘি থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি ।