দীর্ঘদিন যাবত ৫ কিলোমিটার রাস্তা খারাপ। অভিযোগ, স্থানীয় প্রধানকে বারংবার জানিয়েও ফল মেলেনি। সংস্কার হয়নি জরাজীর্ণ সড়কটির। শীঘ্রই রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন ভাগদুয়ারীন গ্রামের স্থানীয় বাসিন্দারা। করণদিঘি ব্লকের লাহুতাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগদুয়ারীন গ্রামে।
সূত্রের খবর, প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় রাস্তায়। ফলে, দীর্ঘদিন ধরেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। রাস্তায় বড়-বড় গর্ত হয়ে গেছে। যার জেরে প্রায় দুর্ঘটনা ঘটতেই থাকে এই রাস্তায়। গ্রামের কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ভ্যাটো কোনও গাড়িই আসতে চায় না। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং অনেকেই বাড়িতে অসুস্থ হয়ে রয়েছেন। এমনকি এই গ্রামে বিয়ের বয়সের যুবক-যুবতী রয়েছে। রাস্তা খারাপের জন্য কোনও ছেলে বা মেয়ের বিয়ে হয় না। কারণ রাস্তা দেখে এই গ্রামে কেউ সম্বন্ধ করতে আসতে চায় না। পাশেই হাইস্কুল রয়েছে। রাস্তা খারাপের জন্য অনেক পড়ুয়ারা স্কুলে যেতে পারে না।
অন্যদিকে, লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ বাঁদিরুদ্দিন জানিয়েছেন, গতবছর মেরামত করা হয়েছে, কাঁচা রাস্তার ফলে বৃষ্টি হলে খারাপ হয়ে যায়। পঞ্চায়েত থেকে এতটা রাস্তা করা সম্ভব নয়। জেলা পরিষদ বা বিধায়ক যদি তা লক্ষ্য করেন তবেই সম্ভব। তিনি আরও কি জানিয়েছেন শুনব-
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।