উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সালামপুর প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল ভারতের ৭৫ বছরের স্বাধীনতা দিবস। এদিনের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর কুমার মন্ডল। সঙ্গে ছিলেন আরেক সহকারী শিক্ষক হায়দার আলি। এমন মহতি কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা যতীন দাস। ৭৫ বছরের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর কুমার মন্ডল বলেন, আমরা স্বাধীনতার ১০০ বছর দেখতে চাই যে সময়ে ভারতবর্ষের ইসরোর কল্যাণ পৃথিবীর সমস্ত দেশকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনে হবে। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা প্রাপ্তির পর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি করেছে। বিজ্ঞানে ভারতের প্রভূত উন্নতি বিশ্বের উন্নত দেশগুলির কাছেও রীতিমতো
ঈর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। ক্রীড়া ক্ষেত্রে ভারতের খেলোয়াড়েরা গুরুত্বের সঙ্গে লড়াই করছে জয় ছিনিয়ে আনছেন বিভিন্ন সেগমেন্টে।
এদিন অনুষ্ঠানের মাঝে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর কুমার মন্ডল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি।