Karandighi: দ্রৌপদী মুর্মুর জয়ে বিজয় মিছিল বেলবাড়িতে

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার ১৯ নম্বর মন্ডলের পক্ষ থেকে বেলবাড়ির সিতমটোলা এলাকায় বিজয় মিছিল করা হল। বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বিজয়ী হওয়ায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আদিবাসী নৃত্যের মাধ্যমে বিজয় মিছিল করেন। বিজয়ী প্রার্থী দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানান করণদিঘি ব্লকের অধিবাসী সমপ্রদায়ের মানুষ । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নম্বর মন্ডলের তপসিলি উপজাতি মোর্চার সভাপতি অরবিন্দ মার্ডি। এদিন অরবিন্দবাবু আর কি কি বলেছেন শুনুন।

১৯ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি অজয় কুমার সিংহ, জেলা সম্পাদক শম্পা মোহান্ত, রাজ্যের মহিলা মোর্চার সদস্য শম্পা সরকার, ১৯ নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি ঘোষ প্রমুখ।

করণদিঘির বেলবাড়ি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close