Karandighi : বাড়ি পুড়ে যাওয়ার পর সাহায্যের হাত প্রশাসনের

আরও পড়ুন

সোমবার ক্ষতিগ্রস্তদের বাড়িতে ত্রাণ পৌঁছে দিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিনিধি দুলাল চন্দ্র দাস। উল্লেখ্য, রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঈদের উৎসবের পর খোস মেজাজে যখন এলাকার বাসিন্দারা নানান আলোচনায় ব্যস্ত ছিলেন,ঠিক সেই সময় আচমকা আগুন লেগে যায় একটি বাড়িতে। পরে সেই আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে নেয় বাকি দুটি বাড়িকে। করণদিঘির আলতাপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পালাপুকুর এলাকায় ।তবে আচমকা বিধ্বংসী আগুনে ওই তিনটি পরিবারে ঈদের আনন্দই যে মাটি হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।

করণদিঘির আলতাপুর থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close