Karandighi : রোগীনিকে হাসপাতালে পৌঁছনো নিয়ে বচসা, প্রহৃত অ্যাম্বুলেন্স চালক

আরও পড়ুন

রাস্তা খারাপের কথা বলে রোগীনিকে নিয়ে একটু দূরের অথচ ভালো রাস্তা দিয়ে হাসপাতালে পৌঁছনোর পরামর্শ দেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ঘটল। সোমবার দুপুরে এঘটনা ঘটেছে করণদিঘি ব্লকের গোপালপুর এলাকায়। অভিযোগ-সংশ্লিষ্ট ব্লকের রসাখোয়া থেকে বেঙ্গল টু বেঙ্গল হয়ে বোতল বাড়ি দিয়ে রায়গঞ্জে পৌঁছনোর উদ্দেশে অ্যাম্বুলেন্স বুক করে রসাখোয়ার একটি পরিবার। শুরু থেকেই ১০২ নম্বর অ্যাম্বুলেন্স চালক মনোয়ার হোসেন অসুস্থ রোগীকে খারাপ রাস্তা দিয়ে পৌঁছতে হবে, তাই তিনি ভালো রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছনোর কথা বলেন। অ্যাম্বুলেন্স চালক মনোয়ার হোসেনের এমন কথা শুনে রীতিমতো ফুঁসে ওঠেন রোগীনির আত্মীয় উজির আলম। রসাখোয়া থেকে গোপালপুর দিয়ে দোমোহনা হয়ে করণদিঘি থানার সামনে দিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীনিকে পৌঁছে দিতে উৎসাহ দেন বলে অভিযোগ। এমন ঘটনার পর দুই পক্ষের বচসা হাতাহাতির রূপ নেয়। পরে রোগী পরিবারের এক সদস্য উজির আলম অ্যাম্বুলেন্স চালককে মারধর করেন বলে অভিযোগ। শেষমেষ ওই ১০২ নম্বর গাড়ির অ্যাম্বুলেন্স চালক করণদিঘি থানায় বসে সোমবার সন্ধ্যায় অভিযুক্ত রোগীনির আত্মীয়র বিরুদ্ধে আপত্তি দায়ের করেছেন।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close