Karandighi: ধর্মতলা চলোর প্রাক প্রস্তুতিতে ঢল নামছে বৃহস্পতিবার

আরও পড়ুন

একুশে জুলাই এর প্রাক প্রস্তুতি হিসেবে বড় মাপের জনসভা হচ্ছে বৃহস্পতিবার। করণদিঘি ব্লকের রসাখোয়া হাইস্কুল মাঠে ৭ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ২০ হাজার মানুষের জনসভা। তার শেষ মুহূর্তে মঞ্চ নির্মাণের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এলেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। বুধবার বিকেলে শিলিগুড়ি থেকে ফিরেই বিধায়ক গৌতমবাবু পৌঁছে যান সোজা রসাখোয়া হাইস্কুল ময়দানে। রাত পোহলেই ২০২২ সালে উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক গৌতম পালের নেতৃত্বে প্রথম সুবিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে সংশ্লিষ্ট ব্লকে। বৃহস্পতিবারের জনসভায় উত্তর দিনাজপুর জেলার ৯ জন বিধায়ক-ই হাজির থাকবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুবারের জনসভার আগের দিন করণদিঘির বিধায়ক গৌতম পাল কি বলেছেন শুনব-

তবে আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের প্রাক প্রস্তুতিতে চাঁদের হাটে কত মানুষের সমাগম হয় সেটাই এখন দেখার।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close