বুধবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে দক্ষযজ্ঞ কান্ড ঘটল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দু’নম্বর আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামে। এ ঘটনায় দু’পক্ষেরই মোট পনেরো জন মানুষ আহত হয়েছেন। প্রত্যেকেই প্রথমে করণদিঘি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে নজরুল ইসলাম-সহ দুপক্ষেরই মোট ৪ জনকে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।এলাকায় পৌঁছে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনেছে। তবে করণদিঘি থানা পরিস্থিতির উপর নজর রাখছে।
করণদিঘির আলতাপুর থেকে অভি সিনহার রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।