Karandighi: ট্রাক্টর নিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড সাদিপুরে

আরও পড়ুন

বুধবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করাকে কেন্দ্র করে দক্ষযজ্ঞ কান্ড ঘটল উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দু’নম্বর আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামে। এ ঘটনায় দু’পক্ষেরই মোট পনেরো জন মানুষ আহত হয়েছেন। প্রত্যেকেই প্রথমে করণদিঘি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে নজরুল ইসলাম-সহ দুপক্ষেরই মোট ৪ জনকে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।এলাকায় পৌঁছে পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনেছে। তবে করণদিঘি থানা পরিস্থিতির উপর নজর রাখছে।

করণদিঘির আলতাপুর থেকে অভি সিনহার রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close