মঙ্গলবার বিকেলে ফুটবলে লাথি মেরে খেলার শুভ সূচনা করলেন ৩২ নম্বর করণদিঘি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কন্যাশ্রী, যুবশ্রী-সহ নানান প্রকল্পের খেলা হবে। এদিন বিধায়ক গৌতম পাল আর কি কি বলেছেন শোনাব-
এদিনের অনুষ্ঠানে করণদিঘির বিডিও নীতীশ তামাং কি বলেছেন শুনুন-
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির সমষ্টি উন্নয়ণ আধিকারিক নীতীশ তামাং ছাড়াও করণদিঘি থানার সাব-ইনস্পেক্টর জগজ্জীবন ঘোষ, মাদার ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, ব্লক নতুন যুব সভাপতি মহম্মদ শামীম ইসলাম, তফসিলি জাতি সেলের ব্লক সভাপতি ইন্দ্র মোহন সিংহ, সমাজসেবী সইদুর রহমান-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । এদিনের খেলায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। করণদিঘি পঞ্চায়েত সমিতি, ১৩ নম্বর জেলা পরিষদ, ১৪ নম্বর জেলা পরিষদ, এবং ১৫ নম্বর জেলা পরিষদ দল। ফাইনাল খেলা হল ১৩ নম্বর জেলা পরিষদ এবং ১৫ নম্বর জেলা পরিষদের মধ্যে। প্রথম স্থান অধিকার করে ১৫ নম্বর জেলা পরিষদের দল। রানার্স হয়েছে ১৩ নম্বর জেলা পরিষদের দল । এদিন দুটি দলকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠান শেষে বিধায়ক গৌতম পাল এবং বিডিও নীতীশ তামাং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।