Karandighi, Uttar Dinajpur: রাস মেলার শুভ উদ্বোধনে বিধায়ক

আরও পড়ুন

করণদিঘি ব্লকের সাতভেটি রাস মেলার সঙ্গে নাম কীর্তনের শুভ উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক গৌতম পাল, এদিন ৩৯তম রাস মেলার ফিতে কেটে এবং নারকেল ফাটানোর সঙ্গে বাজি পুড়িয়ে উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি করণদিঘি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, এসসি সেলের ব্লক সভাপতি ইন্দ্র মোহোন সিনহা, সেম লাল মাহাতো, দীনেশ সরকার, প্রেম গোস্বামী, লাহুতারা ১নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের প্রতিনিধি চিত্ররঞ্জন সিনহা সাতভেটি তরুণ সংঘের সম্পাদক দীপেন্দ্রনাথ সিনহা, মেলা সভাপতি কমল কান্ত সিংহ,। বিধায়ক এবং সাতভেটি তরুণ সংঘের সম্পাদক দীপেন্দ্র নাথ সিনহা এদিন বিধায়ক গৌতম পাল আর কি কি জানিয়েছেন শুনুন।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close