একমাস যাবৎ নিখোঁজ এক প্রৌঢ়। নিখোঁজ সেই প্রৌঢ়ের নাম জাকির হোসেন। করণদিঘি থানার রাঘবপুর মিলতলার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট। প্রসঙ্গত, একমাসের বেশিদিন হয়ে গেল তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তার খোঁজ পাননি। করণদিঘি থানায় তারা মিসিং ডায়েরিও করেছেন। এখনও পর্যন্ত তার কোনওরকম খবর পাওয়া যায়নি।
নিখোঁজ জাকির হোসেনের স্ত্রী ওলেদা বিবি জানিয়েছেন, শেষবার তার স্বামীর পরণে ছিল পাঞ্জাবি এবং লুঙ্গি। সঙ্গে ছিল তার লাঠি। তিনি আরও বলেন, কোনওভাবে তার স্বামীকে যদি খুঁজে পাওয়া যায় তিনি কৃতজ্ঞ বোধ করবেন। সহায়তা চেয়েছেন পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও।
ফোর্টিন টাইমলাইন, করণদিঘি, উত্তর দিনাজপুর।