Karandighi : দুর্গাপুজো উপলক্ষে গরিব-দুঃস্থদের বস্ত্র বিতরণ বিধায়কের

আরও পড়ুন

দুর্গাপুজো উপলক্ষে গরিব ও দুঃস্থদের জন্য হাতে বস্ত্র বিতরণ করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। সোমবার করণদিঘি বিধানসভা এবং ডালখোলা পুরসভার বিভিন্ন এলাকায় ২ হাজার পাঞ্জাবী, ৩ হাজার ধুতি ও ১০ হাজার শাড়ি দুস্থদের দেওয়া হয়। প্রায় ১৫ হাজার বস্ত্র এদিন বিতরণ করা হয়। বিধায়কের কাছে নতুন বস্ত্র পেয়ে খুব খুশি সকলেই। বিধায়ককে পাশে পেয়ে ধন্যবাদ এবং আশীর্বাদ করেন তারা।

উল্লেখ্য, এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার, টাউন সভাপতি গোপাল রায়, যুব টাউন সভাপতি রাকেশ সরকার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, সমাজসেবী শেম লাল মাহাতো-সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও সদস্যরা। পাশাপাশি করণদিঘির বিধায়ক গৌতম পাল শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close