রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে পথ-সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালন করা হ’ল রবিবার।এদিন করণদিঘি হাইস্কুল ময়দান থেকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত ট্যাবলো-সহ বাইক র্যালী করণদিঘি থানার বিভিন্ন এলাকায় রাস্তায় পরিক্রমা করে। জাতীয় সড়ক-সহ যানবাহন চলাচলের রাস্তায় পথচারীদের যাতায়াতের নিয়ম সংবলিত বিভিন্ন সংকেতযুক্ত ট্যাবলো নিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মসূচিকে স্বাগত জানান করণদিঘি এলাকার বাসিন্দারা।এদিন ”সেভ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি থানার ট্রাফিক ওসি হৃদম সাহা, ট্রাফিক ASI বিপ্লব দাস-সহ রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা। র্যালির অগ্রভাগে থেকে এদিনের কর্মসূচি পালন করা হয়। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় হয়েছে বলে মন্তব্য করেছেন এলাকার মানুষ।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা