করণদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে করণদিঘি থানার সালামপুর ওভার ব্রিজের নিচে ২৬৮ গ্রাম ব্রাউন সুগার, একটি মোটর বাইক, দুটি মোবাইল ফোন-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে । এরা হল মুরাদ আলি বয়স ২৭বছর। বাবার নাম সৈদুর রহমান, বাড়ি কারণ দিঘি থানার কামাত গ্রামে। আরেকজন হল মহম্মদ রবিউল সেখ, বয়স ৩১ বছর। বাবার নাম প্রয়াত হাকিমুদ্দিন সেখ, বাড়ি মালদা জেলার মোথাবাড়ির চাত্তারগাচি গ্রামে।
এদিন সামগ্রী উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক পুলিশের ডি এস পি, (DSP) লিয়ন তামাং, করণদিঘি থানার আইসি পলাশ মহন্ত ( palash Mahanta), পুলিশের সাব ইন্সপেক্টর দীপঙ্কর ঘোষ, এ এস আই (ASI) কমল সাহা-সহ করণদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী।
করণদিঘি পুলিশ উদ্ধার করা জিনিসগুলি তদন্তের স্বার্থে থানায় নিয়ে গেছে। পুলিশের অনুমান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অসামাজিক কাজে জড়িত পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।