উত্তর দিনাজপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন পম্পা পাল। তিনি আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেন। একজন সভাধিপতি রাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা ভোগ করেন। পম্পাদেবীও সেই ক্ষমতার দাবিদার। উত্তর দিনাজপুরবাসীর আশা, শ্রীমতি পাল জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবেন।
উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।