Uttar Dinajpur : প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে করণদিঘিতে বিডিও-র ঘরের সামনে অবস্থান বিক্ষোভ বাসিন্দাদের। বিক্ষোভ প্রদর্শন করেন রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতনা গ্রামের বাসিন্দারা। বিডিও-র আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ারও হুমকি দেন। করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি টেলিফোনে জানিয়েছেন, আবাস যোজনার তালিকা তৈরিতে কিছু অস্বচ্ছতা রয়েছে। এলাকায় তদন্ত করে প্রকৃত উপভোক্তাদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে ব্লক, পঞ্চায়েত এবং জেলাস্তরে বঞ্চিত উপভোক্তাদের বিক্ষোভ চলছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেতনা গ্রামের দিন-আনা, দিন-খাওয়া মানুষদের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। বেতনা গ্রামের বেশকিছু আদিবাসী মহিলা এবং বঞ্চিত গ্রামবাসীরা বুধবার করণদিঘি বিডিও অফিসে অবস্থানে বসেন। দিন মজুরের কাজ বাদ দিয়ে মাথার ওপর একটু ছাদের আশায় সকাল এগারোটা থেকে বেতনা গ্রামের বাসিন্দারা করণদিঘি বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ বসেন। সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও বিডিও বঞ্চিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় পাননি।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রথম তালিকায় তাদের নাম থাকার পর চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এলাকার ধনী মানুষদের এই তালিকায় অর্ন্তভুক্তি করে তাদের নাম বাতিল করা হয়েছে। কারা এই তালিকা তৈরি করলেন তা তাদের জানা নেই। বিডিও এলাকায় তদন্ত করে প্রকৃত তালিকা তৈরির দাবি জানান আন্দোলনকারীরা।

পঞ্চায়েত সমিতির সভাপতি কামরুজ্জামান টেলিফোনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে কিছু অসঙ্গতির অভিযোগ আছে। বঞ্চিত মানুষজন তাদের কাছে অভিযোগ করছেন।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close