Karandighi : বাতাসবাতার গান গেয়ে নারকেল খেলায় অংশগ্রহণ রাজবংশীদের

আরও পড়ুন

শনিবার সকাল থেকেই নারকেল খেলায় মেতে উঠলেন করণদিঘির রাজবংশী সমাজের নারী পুরুষেরা। পৃথকভাবে কলাগাছে উঠে নারকেল ছুড়ে জল দিয়ে একে অপরের শরীর ভিজিয়ে একজনের হেপাজতে থাকা নারকেলকে ছিনিয়ে নিলেন বিপক্ষ দলের নারী-পুরুষেরা। তবে শীলতাহানির মতো কোনও অবাঞ্ছিত ঘটনা এড়াতে পৃথকভাবে নারী পুরুষেরা নারকেল খেলায় মাতেন। এদিন উদয়াস্ত এমন খেলা চলে।

করণদিঘির গরুলভাষা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close