Karandighi : বিধায়কের নেতৃত্বে রাখী বন্ধন উৎসব পালিত

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত রাখী বন্ধন উৎসব ২০২২ উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হল করণদিঘি ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘির একটি ধাবার সামনে। এদিন রাখীবন্ধনের উদ্বোধনী সংগীতের মাধ্যমে এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিক্রিতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবারের রাখীবন্ধন উৎসবে উপস্থিত ছিলেন করণদিঘি ৩২ নম্বর বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল, করণদিঘির বিডিও নীতীশ তামাং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পম্পা পাল, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান, করণদিঘি ব্লকের চেয়ারম্যান সুভাষ চন্দ্র সিনহা, তফসিলি জাতি সেলের ব্লক সভাপতি ইন্দ্রমহন সিংহ, হিন্দি সেলের ব্লক সভাপতি শ্যামলাল মাহাতো, সহ অন্যান্য বিশিষ্টজনেরা । বিধায়ক গৌতম পাল নিজের হাতে উপস্থিত সকলকে রাখী পরিয়ে রাখী বন্ধন উৎসব পালন করেন, মিষ্টি মুখ করানোর আয়োজনও ছিল।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close