Karandighi : রাস্তা সংস্কার না করেই সাইন বোর্ড লাগানোয় ক্ষুব্ধ করণদিঘি

আরও পড়ুন

টেন্ডার হয়ে যাওয়ার পর রাস্তার সংস্কার না করেই সাইনবোর্ড লাগিয়ে দায়িত্ব খালাস করায় ক্ষোভ বাড়ছে করণদিঘির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের। এম জি এন আর ই জি এস প্রকল্পের জন্য রাস্তা সংস্কারের কাজ না করেই সাইনবোর্ড বাসানোয় দুর্নীতির গন্ধ পাচ্ছেন এলাকার মানুষ।

এলাকার বাসিন্দা সেখ আজমের বক্তব্য- ভোটের আগে রাস্তা সংস্কারের কথা বলে ভোট বৈতরণী পার হন এলাকার জনপ্রতিনিধিরা। তারপর অবস্থা সেই তিমিরেই থেকে যায়।

আরো অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছে রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চাইলে তারা ফুঁসে উঠছেন। তারা সংবাদমাধ্যমের কাছে উল্টে জানতে চাইছেন- রাস্তা সংস্কারের বিষয়ে এমন খোঁজ খবর নিতে কে পাঠিয়েছেন!
অন্যদিকে ইতিমধ্যেই এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে-তবে কি টেন্ডার করে, বিল বানিয়ে সমস্ত অর্থ আত্মসাৎ করা হয়েছে !

অন্যদিকে করণদিঘি ব্লকের বিডিও নীতীশ তামাং বলেন, রাস্তার বকেয়া কাজগুলি শীঘ্রই শুরু করা হবে।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close