রক্তদানে বিপুল সাড়া মিলল করণদিঘিতে। নেহরু যুব কেন্দ্র উত্তর দিনাজপুর, ও স্টেট এডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল সোসাইটি-র যৌথ উদ্যোগে এবং বামইর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতি সংঘ সংস্থার পরিচালনায় করণদিঘি ব্লকের দোমোহনা ন্যাশনাল (National) মার্কেটের নেহরু যুব কেন্দ্র অফিসে অনুষ্ঠিত হল Blood Donation camp। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামইর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের সম্পাদক মহম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি শীলা রবিদাস, সহ-সম্পাদক মহম্মদ আতিকুল্লা, বামইর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের সদস্য পরিমল সিনহা, সমাজসেবী আব্দুল মাতিন, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের সদস্য নাজির হুসেন।
এদিন রক্তদান শিবিরে (Blood Donation) ক্যাম্পে প্রায় ৫০ জন রক্তদাতা (Blood Donar) রক্তদান (Blood Donation) করেন। বামইর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের সদস্য ফিরোজ আলম বলেন, ব্লাড ব্যাঙ্কে ব্লাড কম থাকার কারনে অনেক গরিব মানুষ ব্লাড না পাওয়ার কারনে ঠিক মতো চিকিৎসা করাতে পারেন না। রক্ত সংকটের কারনে মারা যাচ্ছেন বহু মানুষ। সেই সংকট মেটাতেই এহেন উদ্যোগ।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।