Uttar Dinajpur: প্যান্ডেল বাঁধা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আরও পড়ুন

প্যান্ডেল বাঁধাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে নিহত হলেন এক বৃদ্ধ। আহত হয়েছেন দুটি পরিবারের বেশ কয়েকজন সদস্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ছোট শহর গ্রামে। সংঘর্ষের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, বুধবার দুপুরে ছোট শহর গ্রামের বাসিন্দা মহম্মদ খুরশেদের মেয়ে খুশনেমা বিয়ের জন্য তাদের শরিক মহম্মদ ফৈয়াকের জমিতে প্যান্ডেল বাঁধতে গিয়েছিলেন। মহম্মদ ফৈয়াকের পরিবার প্যান্ডেল গড়তে আপত্তি করেন। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুটি পরিবারের সদস্যরা। লাঠি,ধারালো অস্ত্র দিয়ে একে অপরের ওপর আক্রমণ চালায় । সংঘর্ষে মহম্মদ ফৈয়াক-সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মহ: ফৈয়াকের আঘাত গুরুতর থাকায় তাকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজে না এনে আহত ফৈয়াককে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এখবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। অভিযুক্ত মহ: খুরশেদের পরিবার গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়। করণদিঘি থানার পুলিশের কাছে ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই পলাতক।তাদের খোঁজে তল্লাশি করে তারা চলছে।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close