সোমবার দুপুরে গোপালপুর এম. এস. কে. মাঠে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সন্মেলন। আগামী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এদিন করণদিঘি বিধানসভার দোমোহনা অঞ্চলের মানুষদের নিয়ে করণদিঘি ব্লকের গোপালপুর এম এস কে মাঠে অনুষ্ঠিত হল অঞ্চল সন্মেলন। এদিন সন্মেলন উপস্থিত ছিলেন করণদিঘি ৩২ নম্বর বিধানসভার বিধায়ক গৌতম পাল, ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, এস সি সেলের ব্লক সভাপতি ইন্দ্রমোহন সিনহা, দোমোহনা রহটপুর হাই মাদ্রাসার সেক্রেটারি হাজি সাহাবুদ্দিন, দোমোহনা অঞ্চলের প্রধান গাজলু হক, মহিলা নেতৃত্ব সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ দোমোহনা অঞ্চলের বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
প্রসঙ্গত,আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু করে মোট ১২ টি অঞ্চলের অঞ্চল সন্মেলন আনুষ্ঠিত হল। আলতাপুর ১ ও ২ নম্বর অঞ্চল, লাহুতাড়া ১ ও ২, করণদিঘি ১ ও ২ নম্বর রসাখোয়া ১ও ২, বাজারগাঁও ১ ও ২, দোমোহনা, এবং রানিগঞ্জ, অঞ্চলের অঞ্চল সন্মেলন হল। আরেকটি বাকি রইল ডালখোলা ১ নম্বর অঞ্চল।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।