পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ১৩৫ তম জন্মমহোৎসব অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি উচ্চ বিদ্যালয় ময়দানে। এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মমহোৎসব উপলক্ষে অসংখ্য ভক্তরা এদিন বিদ্যালয় ময়দানে অংশগ্রহন করেন। সকাল থেকে ভক্তদের জন্য নাম সংকীর্ত্তনের পাশাপাশি পাত পেড়ে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।