এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও করণদিঘির বিধায়ক গৌতম পালের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দফতরের আর্থিক সহায়তায় করণদিঘি বিধানসভার সাতভেটি পীরদিঘি মোড় থেকে উত্তর সালিহান বেঙ্গল টু বেঙ্গল রোড ভায়া কোদালডোবা পর্যন্ত রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। রাস্তার দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার লম্বা, আর্থিক বরাদ্ধ ৪ কোটি ৯২ লক্ষ ৬৬ হাজার টাকার রাস্তার জন্য বৃহস্পতিবার সাতভেটিতে অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, করণদিঘির বিডিও নীতীশ তামাং, পঞ্চায়েত সমিতি সভাপতি মহম্মদ কামরুজ্জামান, করণদিঘি থানার আইসি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, যুব সভাপতি শামিম ইসলাম, সাতভেটি তরুণ সংঘের সম্পাদক দ্বীপেন্দ্র নাথ সিনহা-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।