মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ভাটাবার তুলসীপাড়া গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। করণদিঘি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, করণদিঘি থানার ভাটবার তুলসীপাড়া গ্রামে ঘুরনা রিকিহিশান নামে এক ৫৭ বছরের বৃদ্ধ দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে পাঠায়।সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। করণদিঘি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তদন্ত শুরু করেছে।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।