Uttar Dinajpur : রাস্তা পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
শনিবার সন্ধ্যায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে করণদিঘির তিতপুকুর হাইস্কুললাগোয়া জাতীয় সড়কে। পুলিশ তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালের নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম বিজয় সরকার। বয়স ৭০ বছর। বাড়ি চরকাডাঙ্গি এলাকায়।
করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।