বিদ্যালয় চত্বরেই দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। প্রধান শিক্ষকের দাবি- যুগ্ম সমষ্টি উন্নয়ণ আধিকারিকের নির্দেশেই দুয়ারে সরকার এবং বিদ্যালয়ের পঠন পাঠন চালু রাখা হয়েছে। বিদ্যালয়ে পঠন পাঠন চালু থাকায় খুব বেশি মাইক ব্যবহার করা হচ্ছে না। প্রধান শিক্ষক এই দাবি করলেও ছাত্ররা তার উল্টো কথা বলছে। ছাত্রদের অভিযোগ, বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন দুয়ারে সরকার কর্মসূচি হওয়ায় তাদের লেখাপড়ার বিপুল ক্ষতি হচ্ছে। মাইকের আওয়াজ এবং জনসাধারনের কোলাহলে শ্রেণিকক্ষে পড়াশুনোর প্রতি মনোবিবেশ করতে পারছে না। বিদ্যালয়কে বাদ দিয়ে অন্য কোথাও এই দুয়ারে সরকার করা উচিত বলে ছাত্ররা দাবি করেছে।
পুজোর ছুটির প্রায় একমাস বিদ্যালয় বন্ধ থাকার পর আজ, সোমবার থেকেই বিদ্যালয়ের পঠন-পাঠন চালু হ’ল।মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি। সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও চলছে দুয়ারে সরকার পালনের তোড়জোড়। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর হাইস্কুলে চলছে দুয়ারে সরকার। বিদ্যালয় চত্বরেই চলছে দুয়ারের সরকার কর্মসূচি। আলতাপুর গ্রামের প্রচুর মানুষ এই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশ নিয়েছেন। আবেদনকারীরা যেনও সংশ্লিষ্ট স্টলে পৌঁছয় তাই বিদ্যালয় চত্বরেই লাগানো হয়েছে একাধিক সাউন্ড বক্স এবং মাইক্রোফোন। একদিকে মাইকের তারস্বরে আওয়াজ অন্যদিকে গ্রামবাসীদের কোলাহলের মধ্য দিয়ে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। দীর্ঘ একমাস পর বিদ্যালয়ের পঠন পাঠন চালু হলেও প্রথম দিনেই পঠন পাঠন শিকেয় উঠল। সুলতান আলি নামে এক মাধ্যমিক ছাত্রের অভিযোগ, দীর্ঘ একমাস পর বিদ্যালয়ের পঠন পাঠন চালু হ’ল। আজই বিদ্যালয় চত্বরেই চলছে দুয়ারে সরকার। মাইকের আওয়াজ এবং জনগনের চিৎকার চেঁচামেচিতে পঠন পাঠন শিকেয় উঠেছে। আর কয়েকদিন পড়েই তাদের মাধ্যমিক-এর টেষ্ট পরীক্ষা। ফলে প্রতিদিনের ক্লাস গুরুত্বপূর্ণ। প্রশাসনের কর্তারা সব কিছু জেনেও বিদ্যালয় চত্বরেই দুয়ারে সরকারের আয়োজন করেছেন। দুয়ারে সরকার করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিভাবে অনুমতি দিলেন তা নিয়েই প্রশ্ন তুলেছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনূল ইসলাম জানিয়েছেন-দূয়ারে সরকারের জন্য অনুমতি দেওয়ার আগে যুগ্ম সমষ্টি উন্নয়ণ আধিকারিকের কাছে পঠন পাঠনের সমস্যার কথা তুলে ধরা হয়েছিল। তিনি মাইক ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করেছিলেন। বিদ্যালয়ে মিড ডে মিল চালু রাখার নির্দেশ দিয়েছেন। ব্লক প্রশাসনের নির্দেশমতো দুয়ারে সরকারের মাইক ব্যবহার হচ্ছে। বিদ্যালয় চত্বরে দুয়ারে সরকার হলেও ছাত্রছাত্রীদের পঠন পাঠনে খুব বেশী সমস্যায় পড়তে হচ্ছে না।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।