Uttar Dinajpur : বুধরা উমেদিয়া জুনিয়ার হাই মাদ্রাসায় সুষ্ঠভাবে শেষ হল ভোটদান প্রক্রিয়া

আরও পড়ুন

রবিবার বুধরা উমেদিয়া জুনিয়র হাই মাদ্রাসায় সুষ্ঠভাবে শেষ হল ভোট দানপর্ব। এদিন মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৩ জন। মোট প্রার্থী ১২ জন, ২ জন মহিলা এবং ১০ জন পুরুষ। এদিন সকাল ৯ থেকে বিকেল ৪ পর্যন্ত ৫১১ জন মোট ভোটার ভোটদান করেন। ভোট গণনার কাজ শুরু হয় ভোটদানপর্ব শেষে। ভোটের ফলাফল নিয়ে চিন্তায় উভয়পক্ষই।

কারণদিঘির বুধরা উমেদিয়া জুনিয়র হাই মাদ্রাসা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close