Uttar Dinajpur: শ্যামাপুজোর মূর্তি বিসর্জন নিয়ে মাতোয়ারা পিছলা যুবকল্যান

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে মহাসমারোহে বিসর্জনের ঘনঘটা শুরু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় পিছলা যুব কল্যাণ সংঘ এন্ড লাইব্রেরীর মূর্তি রীতিমতো প্রসেশন করে ঘাটে নিয়ে যাওয়া হয়। স্থানীয় মানুষের বক্তব্য- করণদিঘির আরও চারটি পুজো কমিটিও আজ প্রতিমা নিরঞ্জনের জন্য উদ্যোগী হয়েছে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও বিষয়টি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সর্বতোভাবে সাহায্য করছেন বলেই খবর।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close