Kishanganj : নেপালের বুনো হাতির পালের আক্রমনে মৃত্যু হল এক মহিলার।

আরও পড়ুন

বুধবার রাতে ইন্দো-নেপাল সীমান্ত পেরিয়ে আট-দশটি জংলী হাতির পাল দিঘলব্যাংক এলাকার আটগাছিয়া, গিরিটোলা, শেরশাবাদী টোলা, তলবারবন্ধ, ধনটোলা, মুলাবাড়ি ও পিপলা গ্রামে ঢুকে রাতভর তান্ডব চালায়।ক্ষতিগ্রস্ত হয় গ্রামের ১০-১২ জন কৃষক। এরপর এক মহিলাকে আছাড় মারে হাতির পাল।

পুলিশ সূত্রের খবর, গুরুতর জখম অবস্থায় মুরশেদাকে তাঁর স্বামী মহম্মদ মনসুর আলম চিকিৎসার জন্য পূর্ণিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় তার।মৃত ওই মহিলার নাম মুরশেদা খাতুন। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কিষাণগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে মহকুমা শাসক অমিতাভ কুমার গুপ্তা ও বন আধিকারিক উমা নাথ দুবে ঘটনাস্থলে যান।বারবার নেপালের জঙ্গল থেকে সীমান্ত এলাকার গ্রামগুলিতে হাতির কারণে সন্ধ্যা হলেই আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বাসিন্দাদের।

ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close