Kishanganj : পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারের কুরসেলা থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে কাটারিয়া চকের কাছে।

সূত্রের খবর, গতকাল রাত ১২টা নাগাদ নিজেদের নতুন গাড়িতে বিহারের বেগুসরাই থেকে দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু কাটারিয়া চকের কাছে সেই রাতেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কোনও এক গাড়ি ওই গাড়িটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়।

মৃতদের মধ্যে ছিলেন বেসরকারি স্কুলের সঞ্চালক সৌরভ কুমার বয়স (৩০), মেডিকেল রিপ্রেজেনটিভ রজনিশ কুমার বয়স (২৯) ও একটি বেসরকারি ব্যাংকের আধিকারিক অবনিশ কুমার বয়স (৩০)। কুরসেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কাটিহার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ব্যক্তি বেগুসরাই-এর বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে কাটিহার থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, পূর্ণিয়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close