পাচারের সময় কন্টেনার থেকে ৮৯টি মোষগুলি উদ্ধার করল এসএসবি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয় জনকে।
সূত্রের খবর, কিষাণগঞ্জ সেক্টরের এসএসবি-১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সোমবার সকালে ২৭ নম্বর জাতীয় সড়কে আবগারি চেকপোস্টে দুটি উত্তরপ্রদেশের নম্বরের কন্টেনার থেকে মোষগুলি উদ্ধার করেন। ধৃতরা হল সবীর আলম, নিজামুদ্দিন, মহম্মদ সাদ্দাম, মহম্মদ সাজ্জাদ, মহম্মদ কুরবান, মহম্মদ সরফুদ্দিন, কালু খান, জিয়াউর রহমান, লজবুল হক।
উল্লেখ্য, তাদের কাছ থেকে নগদ টাকা, ৯টি মোবাইল, বেশকিছু অবৈধ নথি, তিনটি টর্চ বাজেয়াপ্ত হয়েছে। কন্টেনার দুটি আটক করা হয়েছে। নয় পাচারকারীকে কিষাণগঞ্জ সদর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসএসবি। মঙ্গলবার ধৃতদের কিষাণগঞ্জ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ।