এক সপ্তাহব্যাপী পুলিশ দিবসের আয়োজন শুরু। কিশানগঞ্জ-সহ রাজ্যের প্রতিটি জেলায় এক সপ্তাহব্যাপী বিহার পুলিশ দিবস আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হবে।
রবিবার পুলিশ সুপার ডাঃ এমানুল হক মেগনু জানিয়েছেন, সোমবার থেকে বিহার পুলিশ বাইক মিছিল করে, কিশানগঞ্জ-সহ রাজ্যের সব ধরনের মানুষের দুয়ারে হাজির হবে। আর মানুষের সব ধরনের সুখ দুঃখের সমব্যথী হবেন।
সূত্রের খবর, এই সপ্তাহব্যাপী পুলিশ দিবসে সাধারণ মানুষ ও পুলিশের মানসিক দূরত্ব কম হবে। আবার সপ্তাহব্যাপী জেলার ২৮টি থানায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭ ফেব্রুয়ারি সমাপন দিবসে জেলার পুলিশ কর্মীরা কিশানগঞ্জ সদর হাসপাতালে মেগা রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে।
ফোর্টিন টাইমলাইন,কিশানগঞ্জ।