রাজ্য পুলিশের ১০ জন কর্মী – আধিকারিক এবার স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন পদক পাচ্ছেন।এর মধ্যে ৭ জন ডিএসপি থেকে সাব ইন্সপেক্টর পযর্ন্ত পদমর্যাদার আধিকারিক এবং তিনজন কনস্টেবল রয়েছেন। রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, ডিএসপি হরিকৃষ্ণ পাইন, ইন্সপেক্টর সৌমিত্র বসু, ইন্সপেক্টর প্রসন্ন দিকপতি, পুলিশ সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস এবং সাব ইন্সপেক্টর দেবাশিস রাউত এবার স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন পদক পাচ্ছেন। এছাড়া রাজ্য পুলিশের ৩ জন কনস্টেবল আবদুল মাজিজ সেখ, হেমন্ত মাইতি, এবং সৌমজিৎ দাস এবার পদক পাচ্ছেন। কর্তব্য পালনে বিশেষ দক্ষতার জন্য ওই পুলিশ কর্মীদের এই বিশেষ সম্মান দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
উল্লেখ্য, প্রতি বছরই দেশের একাধিক রাজ্যের পুলিশ কর্মীদের মধ্য থেকে কিছু জনকে নির্বাচন করে এই বিশেষ সম্মান দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশেরও একাধিক কর্মী, আধিকারিক এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের এই বশেষ সম্মান পেয়েছেন। ফের রাজ্য পুলিশের মুকুটে স্বীকৃতির এই নয়া পালক জুড়ল।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।