Kolkata : সাবান তৈরির কারখানায় ট্যাঙ্কারে পড়ে মৃত ২

আরও পড়ুন

সাবান তৈরির কারখানায় ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার তিলজলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নিম তেলের ওই ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হয়েছে খালাসি ও শ্রমিকের। ট্যাঙ্কারের ভিতর নিম তেলের পরিমাণ মাপার সময় এমন ঘটনাটি ঘটেছে। ওই খালাসির নাম লোগেন নাথন ও ওই শ্রমিকের নাম কার্তিন হালদার। তারা এমনভাবে ট্যাঙ্কারের ভেতরে পড়ে যায় যে সেখান থেকে আর বেরোতে পারেন না। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের মৃতদেহ উদ্ধার করতে গিয়ে অন্য সমস্যায় পড়ে যায় পুলিশ। নিম তেল ভর্তি ট্যাঙ্কার থেকে তাদের মৃতদেহ উদ্ধার করতে বেগ পেতে হয়। এরপর কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের দেহ উদ্ধার করে বাড়িতে খবর দেওয়া হয়।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close