রবিবার গভীররাতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তিন বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরে। পুলিশি সূত্রের খবর, মৃত তিন বাইক আরোহীরা হলেন শান্তনু হাতি, বিজয় হাতি ও কুন্তল দাস। ওই তিনজন শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই তিনজন বাইক আরোহীর। তারা শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন তিন তরুণ। শ্যামপুরের কালিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তাদের। তিনজনের কারও হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ততক্ষণে মৃত্যু হয় তাদের। রাতেই তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তাদের বাড়িতে মৃত্যুর খবফর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।
ফোর্টিন টাইমলাইম, কলকাতা।